দিল্লি, ২০ অক্টোবর: খালিস্তানি জঙ্গি খুন ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ ক্রমশ বাড়ছে। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন মাঝে এবার ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরাল কানাডা। যা নিয়ে চর্চা শুরু হতেই ফের ভারতে থাকা কানাডার নাগরিকদের প্রতি সতর্কতা জারি করল জাস্টিন ট্রুডো সরকার। কানাডার যে নাগরিকরা ভারতে রয়েছেন, তাঁদের যেমন ভয় দেখানো হতে পারে, তেমনি হেনস্থাও করা হতে পারে। ফলে ভারতে থাকা কানাডার নাগরিকরা যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে মন্তব্য করল ওট্টাওয়া। বেঙ্গালুরু, মুম্বই, চণ্ডীগড়ে কানাডার যে দূতাবাস ছিল, সেগুলো থেকে বর্তমান সমস্ত ধরনের কাজ বন্ধ। ভারতে বসবাসকারী কানাডার নাগরিকদের কোনও অসুবিধায় পড়লে, তাঁরা দিল্লিতে যে দূতাবাস রয়েছে, সেখানে যোগাযোগ করুন বলে জানানো হয়।
কানাডার বিদেশমন্ত্রী মিলানে জলি জানান, তাঁদের দেশের ৪১ জন রাষ্ট্রদূতকে সরাতে হবে বলে জানায় দিল্লি। নির্দিষ্ট সময়ের মধ্যে কানাডার ৪১ জন রাষ্ট্রদূতকে সরানো হয়। শুধু তাই নয়, দিল্লি ছাড়া ভারতের অন্য শহরগুলিতে যে দূতাবাস ছিল, নির্দেশ না আসা পর্যন্ত সেই সমস্ত জায়গায় কোনও ধরনের কাজ হবে না বলে জানান ট্রুডোর বিদেশমন্ত্রী।