কান্নুর: মাকে (Mother) গৃহস্থলির (Household Chores) কাজে সাহায্য করতে রোবট (Robot) বানাল (Builds) ১৭ বছরের পড়ুয়া মহম্মদ শাহিদ (Mohammad Shiad)। ১২ ক্লাসের ওই ছাত্র তার তৈরি রোবটটির নাম দিয়েছে পাথোটি (Pathooty)। মাকে খাবার পরিবেশন ও খবরের কাগজ পৌঁছে দিতে সাহায্য করার জন্য অভিনব এই উদ্যোগ নিয়েছে সে। ঘটনাটি কেরলের (Kerala ) ঘটেছে ভেনগাদ কুত্থুপারামবা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদ শাহিদ ভেনগাদ ইকে নয়নার মেমোরিয়াল গভর্নমেন্ট হাইস্কুলের পড়ুয়া। খাদ্য সরবরাহ করার জন্য তার বানানো অ্যানরয়েড পাথোটি নামক রোবটটি বর্তমানে কেরলের কানুর জেলার ভেনগাদ কুথুপারাম্ভা এলাকায় একজন সেলেব্রেটির মর্যাদা পাচ্ছে।
স্কুলের স্টাডি প্রজেক্টের জন্য প্ল্যাস্টিক টুল, অ্যালুমিনিয়াম শিট, সার্ভিং প্লেট প্রভৃতি বিভিন্ন জিনিস দিয়ে রোবটটি তৈরি করেছে শাহিদ। আল্ট্রাসোনিক সেন্সারের সাহায্যে রোবটটি পরিচালনা করার ব্যবস্থা করেছে শাহিদ। এর মোবাইল অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করেছে এমআইটি অ্যাপ ও অ্যাডমেগে মাইক্রো কন্ট্রোলার দিয়ে।
এপ্রসঙ্গে শাহিদ জানান, তার তৈরি রোবটটি অটোমেটিক্যাল ও ম্যানুয়ালি দুভাবেই চালানো যাবে। এর ফলে আমার মা খুব সহজেই রান্নাঘর ও অন্যান্য গৃহস্থলির কাজ সারতে পারবেন। আর এর ওজন মাত্র ৫ থেকে ৬ কেজি হওয়ার ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সমস্যা হবে না। মাত্র ১০ হাজার টাকা খরচে তৈরি এই অভিনব রোবটটি দেখতে শাহিদদের বাড়িতে ভিড় করছেন প্রচুর মানুষ।
https://t.co/LHB3zhzmRI Watching Mother Struggle With Chores, 17-YO Builds Robot to Serve Food & More pic.twitter.com/t4VakeiQ37
— The Better India (@thebetterindia) October 18, 2022