কেরলের (Kerala) শবরীমালা মন্দির দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। নবরাত্রি উপলক্ষ্যে মন্দিরে ভক্তের ঢল। এরই মাঝে বুধবার কর্ণাটক থেকে ভক্তদের নিয়ে শবরীমালা মন্দির যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে একটি বাস। তীর্থযাত্রী বোঝাই বাস রাস্তার মধ্যেই উলটে পড়ে যায়। ঘটনায় আহত হয়েছেন ১৭ জন যাত্রী।
আরও পড়ুনঃ দিল্লির কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ইরুমেলিতে বাস দুর্ঘটনাটি ঘটে। ৪৩ জন তীর্থযাত্রী নিয়ে বাসটি কর্ণাটক থেকে শবরীমালা মন্দিরে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসে পৌঁছায় ইরুমেলি থানার পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়েই সোজা গিয়ে গাছে ধাক্কা মেরে উলটে পড়েছে বাসটি, অনুমান পুলিশের। বাসের সামনের অংশ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। ঘটনায় মোট ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনকে কাঞ্জিরাপলি তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দুজনকে কোট্টায়াম মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।