প্রতারক রেশমা (ছবিঃX)

নয়াদিল্লিঃ একের পর এক বিয়ে (Marriage)। আর এই বিয়ের নাটক করেই একাধিক পুরুষের সঙ্গে প্রতারণা (Fraud)। সম্প্রতি আরও এক পুরুষকে ফাঁসিয়ে বিয়ের পিঁড়িতেঁ বসানোর পরিকল্পনা ছিল, তার আগেই পুলিশের জালে প্রতারক তরুণী। ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলামে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রেশমা। কেরলের এর্নাকুলাম এলাকার বাসিন্দা। ২ বছরের একটি সন্তান রয়েছে তার। সেই সন্তানকে নিয়েই দিনের পর দিন প্রতারণার করে এসেছেন তিনি। একাধিক পুরুষকে মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন রেশমা, এমনটাই অভিযোগ। রিপোর্ট বলছে কমপক্ষে ৭ জন পুরুষকে ঠকিয়েছেন তিনি।

পুলিশের জালে প্রতারক রেশমা, শুরু তদন্ত

গত ৬ জুন কেরলের কোনও এক গ্রাম পঞ্চায়েত সদস্যকে বিয়ের পরিকল্পনা ছিল রেশমার। কিন্তু হবু বরের হাতেই ধরা পড়ে যান তিনি। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় বেশকিছু বিয়ের সার্টিফিকেট। আর এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। এরপরই রেশমাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে জানা যায়, অনলাইন বিজ্ঞাপন দিয়ে পুরুষদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি। মার্টিমনিয়াল সাইটেও অ্যাকাউন্ট খোলেন। এই সাইট থেকেই ওই পঞ্চায়েত সদস্যের সঙ্গে আলাপ। এরপর মায়ের পরিচয় দিয়ে ওই যুবকের সঙ্গে নিজেই কথা বলতেন রেশমা। এভাবেই একাধিক পুরুষকে মিথ্যে কথার জালে ফাঁসিয়ে টাকাপয়সা লুট করত রেশমা। উল্লেখ্য, চলতি সপ্তাহেই এই একই অভিযোগে উত্তরাখণ্ড রাজ্যের উধমসিং নগর এলাকা থেকে গ্রেফতার করা হয় এক মহিলাকে। নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে একের পর এক পুরুষের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

মিথ্যে কথার জালে ফাঁসিয়ে বিয়ে, যুবকদের থেকে টাকাপয়সা লুট, গ্রেফতার মহিলা