এক দেশ এক নির্বাচন (One Nation, One Election) নিয়ে দেশজুড়ে ইতিমধ্যেই প্রতিবাদ চলছে। বিশেষ করে কংগ্রেস এর চরম বিরোধীতা করছে। এবার কেরলেও এই নিয়ে বিরোধীতা করতে দেখা গেল সিপিএম সরকারকে। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই নীতিকে অসাংবিধানিক বলে দাবি করেছিল। এবার এই আইনকে প্রত্যাহার করার দাবি জানিয়ে কেরল বিধানসভায় একটি প্রস্তাব পাশ করল পিনারাই বিজয়নের সরকার। কেরল বিধানসভায় এই প্রস্তাব পাশের সময় এক দেশ এক নির্বাচনকে অগনতান্ত্রিক বলে দাবি করেছে।
Kerala Legislative Assembly passed a resolution urging the central government to withdraw its proposed 'One Nation, One Election' reform, describing it as undemocratic and detrimental to the nation's federal structure.
— ANI (@ANI) October 10, 2024