হাওড়া: বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণার মধ্যেই প্রকাশ পায় ভারতের ভাবমূর্তি। আজ সেই বিষয়টাই চরম হুমকির মুখে বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
শুক্রবার পশ্চিমবঙ্গের হাওড়ায় আয়োজিত সারা ভারত কৃষক সভার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেশে সিপিএমের একমাত্র মুখ্যমন্ত্রী বলেন, "ভারতের ধারণা নানা ভাষা ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিন্ত এই বিষয়টাই এখন চরম হুমকির মুখে। এর কারণ হচ্ছে বর্তমান প্রজন্মের ক্ষমতালোভী ও আমাদের সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কিছু মানুষ।"
Howrah, Bengal|The concept of India, inclusive of different languages & cultures. It's under great threat now, caused by present generation of sycophants of empire and betrayers of our struggles: Kerala CM Pinarayi Vijayan at session of All India Agricultural Workers Union pic.twitter.com/iDJNvy1fhi
— ANI (@ANI) February 17, 2023