অনীশ জর্জ (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR)সংক্রান্ত কাজের মাঝে আত্মঘাতী বুথ লেভেল অফিসার(BLO)। ঘটনাটি ঘটেছে কেরলের কুন্নুরে। অবাস্তব এবং অসহনীয় চাপের কারণেই আত্মহত্যা বলে দাবি মৃতের পরিবার ও স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড টিচার্স অ্যাকশন কাউন্সিল, জয়েন্ট কমিটি অব টিচার সার্ভিস অর্গানাইজেশনস এবং কেরালা এনজিও অ্যাসোসিয়েশনের। একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, "অস্বাভাবিক, অবাস্তব এবং অসহনীয় চাপ” সৃষ্টি হয়েছে। আগামী স্থানীয় সংস্থার নির্বাচনকে সামনে রেখে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে, যা তাদের কর্মপরিবেশকে আরও কঠোর করে তুলেছে। এর প্রেক্ষিতেই সোমবার রাজ্যের সব BLO কাজ থেকে বিরত থাকবেন।" শুধু তাই নয়, আরও বলা হয়েছে সোমবার শুধু কাজ বর্জন নয়—রাজ্য নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় তিরুবনন্তপুরমে এবং সব জেলার কালেক্টরেট চত্বরেও বিক্ষোভ মিছিল করা হবে। জানা গিয়েছে, মৃতের নাম অনীশ জর্জে। বয়স ৪৪ বছর। কেরলের পায়্যন্নুরের বাসিন্দা।

এসআইআর-এর কাজের মাঝে আত্মঘাতী বিএলও, চাঞ্চল্য ছড়াল এই রাজ্যে