
জামাইদের আদরের দিন জামাই ষষ্ঠী। জামাই আদর বলতে যা বোঝায় তা এই দিনেই প্রমাণ পাওয়া যায়। শাশুড়ি মায়েরা পরম যত্নে জামাইকে হরেক খাবার সাজিয়ে দেয়। পশ্চিমবঙ্গে জামাই ষষ্ঠী রীতিমতো উৎসব বলা যায়। এই দিন জামাইদের পোয়া বারো। মেনুতে কি থাকে না! নানা রকম মিষ্টি, দই মাছ চিকেন মটন। তার উপর ইলিশ থাকবেই। সারাদিন ধরে জামাইরা খেতে খেতেই যেন ক্লান্ত হয়ে পড়েন। বাংলা ক্যালেন্ডারের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে সাধারণত জামাইষষ্ঠী পালিত হয়। এইদিন জামাই এর মঙ্গল কামনায় ব্রত করেন।
জামাইকে সন্তান রূপে দেখা হয় বাংলার সংস্কৃতিতে। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন শাশুড়ি মায়েরা জামাইয়ের জন্য মঙ্গল কামনা করেন। মন্দিরে পুজোও দেন। ষষ্ঠী দেবীর কাছে মঙ্গল কামনা করেন।
হিন্দু পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে জামাই ষষ্ঠী উৎসব। এটি উৎসবই বটে। একটা বিশেষ উৎসবের চেহারা নেয় এই দিনটি। এমনকি কোথাও কোথাও আবার মেলাও বসে। সন্ধ্যা থেকে বিভিন্ন রেস্তোরাঁ গুলিতে দম্পতিদের ভিড় হয়। জামাইকে নতুন পোষাক থেকে উপহার সামগ্রী দেন শাশুড়ি মা। এই দিন জামাই ও আম মিষ্টি নিয়ে হাজির হন শ্বশুর বাড়িতে।
এবছর জামাইষষ্ঠী আগামী ১ জুন ২০২৫, বাংলা ক্যালেন্ডারে ১৭ জ্যৈষ্ঠ ১৪৩২ , রবিবার। ষষ্ঠীর শুভ তিথি থাকছে ৩১ মে রাত ১২/৩৪/৪ মিনিট থেকে ১ জুন রাত ১২/৮/১৩ মিনিট পর্যন্ত।