মুম্বই, ১৫ নভেম্বরঃ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলি সুন্দরি জ্যাকলিন ফার্নান্ডিজ (Jacqueline Fernandez Bail)। ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় নাম জড়িয়েছিল নায়িকার। একাধিকবার ইডির (ED) সমনও পেয়েছিলেন তিনি। তবে এবার আইনি গেঁড়ো থেকে পুরোপুরি মুক্তি মিলেছে। দিল্লি কোর্ট (Delhi Court) জ্যাকলিলেন জামিনের আর্জি মঞ্জুর করেছে (Jacqueline Fernandez Bail)।
সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) সংক্রান্ত ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলার তদন্ত চলাকালীন নাম উঠে এসেছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজের (Jacqueline Fernandez)। সুকেশ ঘনিষ্ঠ হওয়ার কারনেই নাম জড়িয়ে পড়ে তাঁরও। একাধিকবার ইডি-র সমনের পর আদালতে তলব করা হয়েছিল নায়িকাকে। পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে হয়েছিল জ্যাকলিনকে। নায়িকার আইনজীবীরা আদালতের কাছে তাঁর জামিনের আবেদন করেন। তবে সেই সময় আদালত অভিনেত্রীকে অন্তরবর্তীকালীন জামিন দিয়েছিল। তবে এবার সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) ২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলা থেকে পুরোপুরি নিস্তার মিলেছে নায়িকার।
আরও পড়ুনঃ বিয়ের প্রথম বছর কীভাবে উদযাপন করলেন রাজকুমার-পত্রলেখা? দেখুন ঝলক
মঙ্গলবার দিল্লি কোর্ট (Delhi Court) জ্যাকলিনের জামিনের আবেদন গ্রহণ করেছে। বড় স্বস্তি মিলেছে নায়িকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে। যদিও জ্যাকলিনের জামিন মঞ্জুর করার পূর্বে কোর্ট প্রশ্ন তুলেছিল, কেন এতদিন জিজ্ঞাসাবাদ চলাকালীন জ্যাকলিনকে হেফাজতে নেয়নি তদন্তকারী সংস্থা। সংস্থা কিছুজনকে হেফাজতে নিয়েছিল অথচ কিছুজনকে নেয়নি। ঠিক কী কারণে এই বৈষাম্য? প্রশ্ন তুলেছে দিল্লি কোর্ট।
যদিও নায়িকার (Jacqueline Fernandez) আইনজীবীদের বক্তব্য, এই মামলা চলাকালীন সংস্থাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে জ্যাকলিন। এবং তাঁর বক্তব্য পাঁচ বার রেকর্ডও করা হয়েছে। কোনবারেই কোন অসঙ্গতি মেলেনি তাঁর বক্তব্যে। সেই সকল দিক বিচার করেই মঙ্গলবার ১৫ নভেম্বর ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় জামিন পেয়েছেন জ্যাকলিন ফার্নান্ডিজ।