নয়াদিল্লি: সৌরভ ঘোষাল (Saurav Ghosal) ও রামিত ট্যান্ডনের (Ramit Tandon) অপূর্ব খেলার সৌজন্যে কুয়েতকে (Kuwait) হারিয়ে এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়ানশিপে (sian Squash Team Championships) এই প্রথম সোনার মেডেল (GOLD medal) জিতে নিল ভারতের পুরুষ দল (Indian Men's Team)। শুক্রবার স্ট্রেটসেটে কুয়েতকে ২-০ স্কোরে হারিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা।

দক্ষিণ কোরিয়াতে (South Korea) আয়োজিত এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়ানশিপের ফাইনালের প্রথম খেলায় দাপটের সঙ্গে কুয়েতের আলি আরমেজিকে (Ali Aramezi) পরাস্ত করেন ভারতীয় খেলোয়াড় রামিত ট্যান্ডন। ১১-৫, ১১-৭ ও ১১-৪ স্কোরে জিতে নেন পরপর তিনটি ম্যাচই। অন্যদিকে কুয়েতের আরেক খেলোয়াড় আম্মার আলটাম্মিকে (Ammar Altamimi) পরপর তিনটি ম্যাচে ১১-৯,১১-২ ও ১১-৩ স্কোরে উড়িয়ে দেন বাংলার গর্ব সৌরভ ঘোষাল। এর ফলে ভারতের অভয় সিং ও কুয়েতের ফালাহ মহম্মদকে আর মাঠে নামতে হয়নি।

২০১৪ সালে এশিয়ান গেমসে সোনা, এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়ানশিপে তিনটি রূপো ও সাতটি ব্রোঞ্জ পদক জেতার পর এই প্রথম এই চ্যাম্পিয়ানশিপে সোনার মেডেল জিতে নিল ভারত।

পুরুষ দলের পাশাপাশি এই চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ পদক (Bronze medal) জিতেছেন ভারতীয় মহিলা দল (Indian women’s team)। সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে ১-২ স্কোরে হেরেছে তারা। আর মালয়েশিয়াকে (Malaysia) হারিয়ে সোনার মেডেল পেয়েছে হংকংয়ের (Hong Kong) খেলোয়াড়রা।