
প্রায় চার বছর পর আজ আবার ফুটবল মাঠে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মেঘালয়ের শিলংয়ে মুখোমুখি হবে দুই দল। ২০২৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে লেস্টারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী হামজা চৌধুরীর।
এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ও ভারত আছে ‘সি’ গ্রুপে। চার দলের গ্রুপের অন্য দুটি দল হংকং ও সিঙ্গাপুর। ডাবল লিগ পদ্ধতির গ্রুপ পর্ব শেষে গ্রুপের শীর্ষ দলটি সুযোগ পাবে ২০২৭ এএফসি এশিয়ান কাপে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হবে ২৪ দলের সেই টুর্নামেন্ট।
গ্রুপ সি এর লড়াইয়ে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন দুই দলের কোচ ও অধিনায়ক। পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য রয়েছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। আর হ্যাবিয়ের কাব্যেরা জানান সুনীল ছেত্রীর ফিরে আসা চ্যালেঞ্জ হলেও তা গ্রহণে প্রস্তুত আছে তার দল।বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন হামজা আসাটা আমাদের জন্য ইতিবাচক, তবে ভারত ম্যাচ মানেই চাপ। আগামীকাল দর্শকদের আগ্রহ থাকবে আরও বেশি।ভারতের সেরা ফুটবলার সুনীল ছেত্রী, তাঁর অবসর ভেঙে তার ফিরে আসা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ গ্রহণে পুরোপুরি তৈরি আছে আমাদের দল। ভারতকে কঠিন পরীক্ষায় ফেলার লক্ষ্য আমাদের।
অন্যদিকে মূল লড়াইয়ে নামার আগে নিজেদের পরিকল্পনা নিয়ে বেশ সতর্ক ভারত। অনুশীলনে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশী একটা সহজ হচ্ছে না তার স্পষ্ট করেন ভারতীয় দলের ডিফেন্ডার সান্দেশ ঝিনগান ও কোচ মানালো মার্কোস। ভারতের ডিফেন্ডার বলেন শক্তির বিচারে দুই দলের খুব একটা পার্থক্য নেই। নিজেদের দিনে তারা যে কোন দলের বিরুদ্ধে হুমকি হতে পারে। তবে এটাও ঠিক সত্যিই সুনীল ছেত্রী ফিরে আসা আমাদের বেশ সহায়ক হবে সেই প্রমাণ রেখেছেন সুনীল।
হেড টু হেড বিচারে বাংলাদেশ ভারতকে ফুটবলে কখনও হারাতে পারেনি। অতীতে ৯ বার দুই দল একে অপরের বিরুদ্ধে নামলেও চারবার জিততে পেরেছে ভারত, বাকিগুলো ড্র হয়েছে। এ বার কি বাংলাদেশ জিততে পারবে? তা জানা যাবে কিছুক্ষণ পর।
কোথায় দেখবেন ম্যাচ?
ম্যাচটা ভারতে দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে ম্যাচ সম্প্রচার করা হবে জিওহটস্টার অ্যাপে। অনলাইনে ম্যাচটা ফ্রি-তে দেখা যাবে না। জিওহটস্টার ফ্রি-তে ম্যাচ দেখানো বন্ধ করেছে। ফলে প্যাক কিনে দেখতে হবে ম্যাচ।
কখন শুরু হবে ম্যাচ?
২৫ তারিখ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাতটা থেকে।
কোথায় হবে ম্যাচ?
ম্যাচটা হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।