১০ থেকে ১২ দফার গণনা শেষ হয়ে গিয়েছে, তবুও ওয়েবসাইটে ৫ দফার গননা দেখানো হচ্ছে। এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে কংগ্রেস। হরিয়ানায় নির্বাচন নিয়ে মানসিক খেলা হচ্ছে। পঞ্চম দফায় পিছিয়ে পড়ে এমনটাই দাবি কংগ্রেস নেতা জয়রাম রমেশের (Jairam Ramesh)। তাঁর দাবি,"হতাশ হওয়ার কিছুই নেই। বেলা ৩টে সাড়ে ৩টে বাজলে সব পরিস্কার হয়ে যাবে। আমরাই হরিয়ানায় সরকার গড়ব। মাইন্ড গেম খেলা হচ্ছে, ফলে অপেক্ষা করুন, ফল আমাদের পক্ষেই যাবে। আমরা কিছুক্ষণের মধ্যেই কমিশনে ওয়েবসাইটে তথ্য দেরি করে দেখানো হচ্ছে, এই সংক্রান্ত অভিযোগ জানাব"।

অন্যদিকে কংগ্রেসের এই দাবির পাল্টা মন্তব্য করেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী (Dr. Sudhanshu Trivedi) বলেন, "যদি জয়রাম রমেশ এখন থেকেই কমিশনের ওপর আঙুল তুলতে শুরু করে তাহলে বুঝতে হবে যে কংগ্রেস বুঝতে পেরে গিয়েছে যে তাঁদের হার নিশ্চিত। বেলা ১২টার পর যে ফল আসতে শুরু করেছে তাতে একটা বিষয় নিশ্চিত যে বিজেপি আবার হরিয়ানায় সরকার গড়ছে এবং কংগ্রেস নিজেদের পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে"।