– প্রকৃতির উপহার। লাল রঙের এই চা পানের অনেক উপকারিতা রয়েছে। যা আমাদের প্রত্যেকদিনকে একটু বেশি সতেজ করে তোলে। এতে থাকে নানা ধরনের এন্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল যা শরীরের কোষগুলোকে পুনরুজ্জীবিত করে এবং ইমিউন সিস্টেমকে শক্ত করে। প্রতিদিন সকালে বা বিকেলে এক কাপ গরম জবা ফুলের চা পান করলে  শরীরের ক্লান্তি কমে যায়, উপকার করে অনেক।

কিছু শুকনো জবা ফুল নিয়ে ফুটন্ত  জলে ঢেলে রাখুন ৫-৭ মিনিট, যেন ফুলগুলো পুরোপুরি জলে মিশে যায়। চাইলে সামান্য আদা বা মধু যোগ করে এর স্বাদে এনে দিতে পারেন। এই চা ত্বককে উজ্জ্বল করে তোলে ।  হজমে সহযোগিতা  করে, রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদয়ের স্বাস্থ্য রক্ষা করে।

জবা জবা ফুলের চা এর উপকারিতা অনেক।  অ্যান্টিঅক্সিডেন্ট অনেক। তাই সর্দি, কাশি, জ্বরের সমস্যা দূর হয় ।  রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্লান্তি দূর করে। যাদের লো ব্লাড প্রেসার তারাএই চা খাবেন না। রক্তচাপ কমাতে দারুন ভাবে সাহায্য করে জবা চা। যাদের উচ্চ কোলেস্টেরল , ব্লাড সুগার যাদের হাই তারাও উপকার পাবেন। তবে  গর্ভবতী মহিলা এবং শিশুদের এই চা  এড়িয়ে চলাই ভালো।