ষচুলের স্বাস্থ্য রক্ষায় এবং চুলের সমস্যা দূর করতে জবা ফুলের উপকারিতা অনেক। জবা ফুল শুধু সৌন্দর্যেই নয়, চুলের যত্নেও একটি মূল্যবান উপাদান। এতে রয়েছে ভিটামিন এ, সি অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গঠন মজবুত করতে সাহায্য করে। জবা ফুলের নির্যাস বা পেস্ট চুলে ব্যবহারে চুল পড়া কমে, নতুন চুল গজাতে সহায়তা করে ।
জবা ফুল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি চুলে প্রয়োগ করলে চুল হয় কোমল, উজ্জ্বল এবং মসৃণ। পাশাপাশি খুশকি দূর করতে এবং স্ক্যাল্পের চুলকানি কমাতেও জবা অত্যন্ত কার্যকর।
এবার জেনে নিন জবা ফুল কিভাবে চুলে প্রয়োগ করবেন।
জবা ফুল ও পাতা একসঙ্গে বেটে নারকেল তেলে ফুটিয়ে নিন। এবার ঠান্ডা করে শিশিতে রাখুন। তৈরি হল হেয়ার অয়েল, যা নিয়মিত ব্যবহারে চুলের গোড়া শক্ত হয় ও চুল দীর্ঘ হয়। এটি চুলের প্রাকৃতিক রং বজায় রাখতেও সহায়ক। তাই চুলের জন্য কেমিক্যাল নয়, প্রাকৃতিক জবা ফুল হতে পারে একটি নিরাপদ এবং কার্যকর বিকল্প।