জায়ফল রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ব্যবহৃত হলেও এর গুণাগুণ অনেক বেশি। এটি একটি প্রাকৃতিক মসলা। তবে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
জায়ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ, যা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়াতে দারুণ কার্যকর। পেটের গ্যাস, বদহজম বা পেট ফাঁপার সমস্যায় সামান্য জায়ফল গুঁড়ো সহায়ক হতে পারে।
ঘুমের সমস্যা থাকলেও জায়ফল কার্যকর। এক গ্লাস কুসুম গরম দুধে সামান্য জায়ফল গুঁড়ো মিশিয়ে খেলে ঘুম ভালো হয়। এছাড়া, স্নায়ু দুর্বলতা ও মানসিক চাপ কমাতেও এটি সহায়তা করে।
ত্বক ও দাঁতের যত্নেও জায়ফলের ভূমিকা আছে। ব্রণের দাগ বা ত্বকের র্যাশ কমাতে জায়ফল গুঁড়ো ও দুধ মিশিয়ে পেস্ট করে ব্যবহার করা যেতে পারে।
তবে অতিরিক্ত পরিমাণে জায়ফল খাওয়া বিপদজনক হতে পারে, তাই নিয়ম মেনে সীমিত পরিমাণে ব্যবহার করাই শ্রেয়।