বাবা সিদ্দিকির (Baba Siddique) খুনের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এরমধ্যে অন্যতম অভিযুক্ত ধরমরাজ কাশ্যপ। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের বাহরাইচে। তাঁর স্ত্রী এদিন জানান, বেশ কয়েকমাস আগে পুনের একটি স্ক্র্যাপইয়ার্ডে চাকরি পেয়েছিল সে। সেখানে যাওয়ার পর গত হোলি উৎসবে গ্রামের বাড়িতে ফিরেছিল। তারপর সেখানে যাওয়ার পর আর ফেরেনি ধরমরাজ। এবং বিগত কয়েকদিন ধরে বাড়িতে সেভাবে কথাও বলত না। ফলে এই ঘটনার ব্যাপারে তাঁরা কিছু জানেন না বলে দাবি অভিযুক্ত ধরমরাজের স্ত্রীয়ের।
#WATCH | Bahraich, UP | Baba Siddique murder case | Absconding accused Shiva's mother says, "He went to Pune to work in a scrapyard. I knew only this. I was not aware of what he was doing in Mumbai...He came home in Holi. After that, he did not come. He was not talking to me even… pic.twitter.com/RpdoPqDwNf
— ANI (@ANI) October 13, 2024