প্রতীকী ছবি (File Photo)

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হলেন এক পুলিশ অফিসার। জানা যাচ্ছে, শুক্রবারই গুজরাট পুলিশে দুর্নীতি দমন বিভাগের আধিকারিকরা তাঁকে হাতেনাতে গ্রেফতার করেছিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ১ লক্ষ ৪৪ হাজার টাকার আইফোন ১৬ প্রো (iPhone 16 Pro) ফোন। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, ওই পুলিশ আধিকারিকের একটি লাইসেন্সের জন্য সই করার কথা ছিল। কিন্তু সে ওই সইয়ের বদলে লক্ষাধিক টাকার ফোন দাবি করে বসেন। ঘটনাটি নিয়ে দুর্নীতি দমন বিভাগে (Anti Corruption Bureau) অভিযোগ জানালে শুরু হয় তদন্ত। তারপরে পরিকল্পনা করে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশসূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম  দীনেশ কুবাভাত, এবং সে নভসারি জেলার ধোলাই পোর্ট এলাকার মারিন পুলিশ স্টেশনে কাজ করতেন। জানা যাচ্ছে, ওই জ্বালানী ব্যবসায়ী বেশ কয়েকদিন আগে ব্যবসার কাজের দরকারি একটি লাইসেন্সে সই করানোর জন্য স্থানীয় থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সেখানই দীনেশের সঙ্গে পরিচয় হয়। সে তাঁকে আশ্বস্ত করেন যে ওই কাগজে সই করিয়ে দেবেন। বদলে তাঁকে আইফোন দিতে হবে। এবং সেটা না দিলে কোনও কাগজেই সই হবে না এবং ব্যবসাও বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে।

এরপরেই ওই ব্যবসায়ী দুর্নীতি দমন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা পরিকল্পনা করে ওই অভিযুক্তকে হাতেনাতে ধরে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।