মুম্বই: চেম্বুর কলেজে বোরকা পরা ছাত্রীদের ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেওয়া হয়, তবে ছাত্রীদের পরিবারের সদস্য, শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সিনিয়র পুলিশ অফিসারদের হস্তক্ষেপের পরে তাঁদের কলেজে প্রবেশের অনুমতি মেলে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চেম্বুরে অবস্থিত আচার্য কলেজের (Acharya College) নিরাপত্তা কর্মীরা কলেজের নিজস্ব ইউনিফর্ম থাকায়, ছাত্রীদের (Girl Students) কলেজে প্রবেশের আগে তাদের বোরকা খুলে ফেলতে বলেন।
সূত্রে খবর, নিরাপত্তা কর্মীরা বোরকা পরা ছাত্রীদের প্রবেশ করতে বাধা দেওয়ায় বিবাদের সৃষ্টি হয়। ঘটনাটি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রীর পরিবারের সদস্য ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান করেন।
কলেজের অধ্যক্ষ বিদ্যাগৌরি লেলে বলেন, মেয়েরা নেকাব, হিজাব ও বোরকা পরে আসবে, কলেজে ঢোকার পর ওয়াশরুমে গিয়ে নেকাব, হিজাব ও বোরকা পরিবর্তন করতে হবে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে থাকতে হবে। লেলে আরও জানান, চলতি বছর থেকে জুনিয়র কলেজে এই নিয়ম চালু হয়েছে। গত ১ মে অভিভাবক সভায় এ সংক্রান্ত তথ্য দেওয়া হয় এবং তার পরই ইউনিফর্ম কার্যকর করা হয়। ১ জুন থেকে ভর্তি শুরু হলে প্রত্যেক শিক্ষার্থী দুটি ইউনিফর্ম কিনেছে। অধ্যক্ষ বলেন, ১৫ জুন থেকে ৩১ জুন পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থীদের ইউনিফর্ম সম্পর্কে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মাধ্যমে অবহিত করা হয়েছিল। গত ১ আগস্ট থেকে এই ইউনিফর্ম কার্যকর করা হয়।
দেখুন টুইট
Breaking | Acharya College in Mumbai stops Muslim girls from entering premises wearing naqab. Ruckus erupts outside College in Chembur as buqua clad girls stand ground outside the gate in vociferous protest. pic.twitter.com/itsW0O8i2G
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) August 2, 2023