রাত পোহালেই শিক্ষক দিবস(Teacher's Day 2025)। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি ড: সর্বোপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন। এদিন ভারতজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। আমাদের ছোট থেকে বড় হওয়ার পিছনে বাবা-মায়ের সঙ্গেই শিক্ষকের অবদান অস্বীকার করা যায় না। তাই এই বিশেষ দিনটি তাদেরে শ্রদ্ধা জানানোর দিন। আর এই বিশেষ দিনে শিক্ষককে কী উপহার দেবেন ভাবছেন তো? রইল বেশকিছু টিপস।
হাতে লেখা কার্ডঃ আজকাল ডিজিটাল যুগে হাতে লেখা চিঠি বা কার্ডের ব্যবহার ভুলতে বসেছে মানুষ। তবে নিজের ভালবাসা দিয়ে বানানো এই কার্ড কিংবা চিঠি কিন্তু শত শত দামী উপহারকে হার মানাতে পারে। তাই এই বিশেষ দিনে শিক্ষককে নিজের হাতে কার্ড বানিয়ে দিতে পারেন।
বইঃ কথায় বলে বইয়ের মতো ভাল সঙ্গী আর দু'টি নেই। আর এই বইয়ের সঙ্গে যিনি আমাদের বন্ধুত্ব করান তাঁকে বিশেষ দিনে বই উপহার দিতেই পারেন।
ডায়েরি ও পেনঃ শিক্ষক দিবসে ভীষণভাবে ডায়েরি ও পেন দেওয়ারা প্রচলন রয়েছে। এটি শিক্ষকদের কাজেও লাগে তাঁরা ব্যবহারও করতে পারেন।
গাছঃ গাছের মতো ভাল উপহার আর কী হতে পারে। ঘর সাজানোর জন্য ইন্ডোর প্ল্যান্টও গিফট হিসেবে দিতে পারেন। পরিবেশবান্ধব উপহার হিসেবে এটি দারুণ হবে।
ফটো ফ্রেমঃ শিক্ষকের ছবি দিয়ে ফ্রেম বাঁধিয়ে দিতেই পারেন। বেশ বিশেষ উপহার হয়ে উঠবে এটি।
বাড়িতে বানানো খাবারঃ শিক্ষক দিবসে গুরুকে নিজের হাতে বানিয়ে কোনও উপহারও দিতে পারেন। কোনও মিষ্টিজাতীয় পদ বা শিক্ষকের পছন্দের কোনও খাবার নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারেন।