নয়াদিল্লি: বিশ্বের (World) বিভিন্ন দেশের (countries) কাছে ভারত (India) একটি রোল মডেল (role model)। দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যুগ্ম সাংবাদিক বৈঠক করার সময় এই কথাই বললেন জার্মানির বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক (German Foreign Minister Annalena Baerbock)।
India is a role model for many countries globally: German foreign minister
— Press Trust of India (@PTI_News) December 5, 2022
এপ্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বের বিভিন্ন দেশই ভারতকে তাদের রোল মডেল মনে করে। ভারতীয় গণতন্ত্র ও সংস্কৃতিকে দেখেই পথ চলা শেখে তারা। আজও আমি ভারতে আমার সফর শুরু করেছি গান্ধী স্মৃতি দেখে। ভারতের সমৃদ্ধশালী ইতিহাস দেখে সবসময়ই অনুপ্রাণিত হই আমি। তবে আজকে যখন গান্ধীজির শেষ পদক্ষেপ অনুসরণ করছিলাম তখন আমি বুঝতে পারি ভারতের স্বাধীন হওয়ার পথ খুব সোজা ছিল না।"
Today, almost 75 years after the murder of Gandhi, there is a close bond between our democracies, a bond that unites us on the basis of shared values, human rights, freedom, democracy, trust in an order based on the law: German Foreign Minister Annalena Baerbock in Delhi pic.twitter.com/iXRfXnr1VL
— ANI (@ANI) December 5, 2022
ভারতের সঙ্গে জার্মানির সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে জার্মানির বিদেশমন্ত্রী বলেন, "গান্ধীকে হত্যার পর প্রায় ৭৫ বছর কেটে গেছে। তখন থেকে আজ পর্যন্ত আমাদের দুই গণতন্ত্রের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমরা একে অপরের সঙ্গে মূল্যবোধ, মানবাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের প্রতি ভরসার বিষয়ে প্রতিনিয়তই আলোচনা করি। এই বছর আমাদের মধ্যে যে একাধিক বার বৈঠক হয়েছে তা দু দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথাই প্রমাণ করে। আজ গোটা বিশ্ব যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আমাদের দুটি দেশকে একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিতে হবে।"
Delhi | I started my visit to India today, at Gandhi Smriti. I have always been moved by India's rich history. But when I followed Gandhi's last steps today, I became acutely aware of the fact that India's path towards independence truly wasn't an easy one:German Foreign Minister pic.twitter.com/XdofcMfEfa
— ANI (@ANI) December 5, 2022