প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লি: মহারাষ্ট্র সীমান্তে প্রবেশকারী ৪ জন মাওবাদী এনকাউন্টারে (Encounter) নিহত হয়েছে। পুলিশ সূত্রে খবর, তেলেঙ্গানা থেকে নকশালরা মহারাষ্ট্রে (Maharashtra) প্রবেশ করেছিল। সোমবার বিশেষ সূত্রে খবর আসে যে কিছু নকশাল তেলেঙ্গানা থেকে গাদচিরোলিতে  প্রাণহিতা নদী পার হয়ে প্রবেশ করেছে আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections) নাশকতামূলক কার্যকলাপ চালানোর লক্ষ্যে।  এরপর অতিরিক্ত এসপি ইয়াতীশ দেশমুখের নেতৃত্বে, এলাকায় অনুসন্ধানের জন্য পুলিশের বেশ কয়েকটি দল পাঠানো হয়।

আরও পড়ুন: Rajasthan Shocker: মেয়ের সঙ্গে কথার কয়েক ঘণ্টার মধ্যে অপহরণ, বাবাকে হাত, পা বাঁধা ছবি পাঠাল দুষ্কৃতীরা

তল্লাশি চালানোর সময় উভয় পক্ষের গুলি চলে, এতে ৪ জন নকশাল নিহিত হয়েছেন। ঘটনাস্থল থেকে নকশাল সাহিত্য, একটি AK47 রাইফেল, একটি কার্বাইন এবং দুটি পিস্তল সহ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, নিহত নকশালদের নাম ভার্গেশ, মাগতু, কুরসাং রাজু এবং কুদিমেত্তা ভেঙ্কটেশ।