Road Accident (Photo Credit: X)

কানপুর: উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur) আজ সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মর্মান্তিকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। রামাদেবী থেকে পাঙ্কি ভাউটি যাওয়ার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রে খবর, আজ সকালে দুটি ট্রাকের মধ্যে গাড়ি দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা মৃতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে চারজন পিএসআইটির পড়ুয়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, রবিবার রাতে কৌশাম্বিতে বাইক উল্টে তিনজন নিহত হয়েছেন। বাইক আরোহী চারজনের মধ্যে এক কিশোরীসহ দুজন ঘটনাস্থলেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।