Supreme Court Premises Fire: সুপ্রিম কোর্ট চত্বরের ইউকো ব্যাংকে আগুন, হতাহতের কোনও খবর নেই
UCO Bank (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৭ জুন: মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট চত্বরের একটি ব্যাংকের রেকর্ড রুমে লাগল আগুন (Supreme Court Premises Fire)। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই। এমনটাই জানিয়েছেন দমকল কর্তা। সকাল ৯টা বেজে ১০ মিনিট নাগাদ দমকলের কাছে খবর আসে যে সুপ্রিম কোর্ট চত্বরে থাকা ইউকো ব্যাংকে আগুন লেগেছে। এরপর তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

দিল্লি দমকলের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, ব্যাংকের নিচের তলায় টাকার লকারের সিলিংয়ে লেগেছিল আগুন। এর জেরে আগুন ছড়িয়ে পড়ে রেকর্ড রুমের এসি ইউনিটে,    ব্যাংকের  ফাইলে ও ফলস সিলিঙে। প্রায় ১০টা বেজে ৫ মিনিট নাগাদ  আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট চত্বরের একটি একতলা বাড়িতে রয়েছে এই ব্যাংক। তবে কী করে এই আগুন লাগল , তা এখনও জানা যায়নি। যদিও প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শটসার্কিট থেকেই ব্যাংকটিতে আগুন লেগে যায়।