রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া দাওয়ার পর বিল দেওয়ার সময় এলেই হার্ট অ্যাটাক হতো ৫০ বছর বয়সী এক ব্যক্তি। আসলে খাওয়ার খেয়ে বিল ফাঁকি দিতেই হার্ট অ্যাটাকের অভিনয় করতেন ওই ব্যক্তি। দিনের পর দিন স্পেনের (Spain) বিভিন্ন নামিদামি রেস্তোরাঁয় (Restaurants) খাবার খেয়ে বিল দেওয়ার সময় অ্যাটাকের অভিনয় করে বিল ফাঁকি দিয়ে আসছিলন তিনি। সে দেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ব্যক্তি ২০টিরও বেশি রেস্তরাঁতে এইভাবেই বিল ফাঁকি দিয়েছেন। বেশিরভাগ রেস্টুরেন্টগুলো ছিল স্পেনের কোর্সটা ব্ল্যাঙ্ক এলাকায়। সম্প্রতি একটি রেস্তোরাঁয় এমন ঘটনা ঘটার পর ওই রেস্তোরাঁর কর্মচারীদের সন্দেহ হয়। তারপর রেস্তোরার কর্তৃপক্ষ ওই অঞ্চলের রেস্তরাগুলিতে ব্যক্তিটির ছবি দিয়ে সতর্কতা জারি করে। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ৫০ বছর বয়সী ব্যক্তিটি। স্পেনের ব্লাঙ্কা অঞ্চলের পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
দেখুন
Man Arrested In Spain For Faking Heart Attack In 20 Restaurants To Avoid Paying Bill https://t.co/Smyq7KWgK9 pic.twitter.com/60VXiDxpSO
— NDTV (@ndtv) October 19, 2023