বৈদ্যুতিক গাড়ি সস্তা হচ্ছে, জিএসটি-র হার ৫% নামিয়ে বৈদ্যুতিক যানের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা

জিএসটি (GST) কাউন্সিলের বৈঠকে ইলেকট্রিক যান বা বৈদ্যুতিক গাড়ির ওপর করের হারের কমানোর সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর স্থির হল বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) ওপর কর ৭ শতাংশ কমানো হবে।

Electric Vehicle. Representational image. (Photo Credits: GeoMarketing)

নয়া দিল্লি, ২৭ জুলাই: Electric Vehicles to Get Cheaper, GST on EVs Slashed From 12% to 5%। জিএসটি (GST) কাউন্সিলের বৈঠকে ইলেকট্রিক যান বা বৈদ্যুতিক গাড়ির ওপর করের হারের কমানোর সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর স্থির হল বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) ওপর কর ৭ শতাংশ কমানো হবে। মানে ১২ শতাংশের পরিবর্তে ৫ শতাংশে নামিয়ে আনা হবে বৈদ্যুতিক গাড়ির ওপর আরোপিত জিএসটি-র হার।

The Goods and Service Tax (GST) Council-র নেওয়া এই সিদ্ধান্ত আগামী ১ অগাস্ট থেকে এই নীতি কার্যকর হবে। ভিডিও কনফারেন্সের দ্বারা হবে এই জিএসটি কাউন্সিলের মিটিং হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে। ক দিন আগে বাজেটেই বলা হয়েছিল বৈদ্যুতিক গাড়ি কেনায় উৎসাহ দিতে, ক্রেতাকে ভর্তুকি দেবে সরকার। বৈদ্যুতিক গাড়ি তৈরির উপর জোর দেওয়া আগেই শুরু হয়েছিল। আরও পড়ুন-রাজ্যের সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে যা রায় দিল আদালত

ভারতে বৈদ্যুতিক গাড়িতে ১২ শতাংশ পণ্য পরিষেবা কর দিতে হতো। কেন্দ্রীয় বাজেটে এই কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবে আনা হয়েছিল। জিএসটি কাউন্সিল সেই প্রস্তাবেই শিলমোহর দিল। এর ফলে ইলেকট্রিক গাড়ির দাম এক ধাক্কায় অনেকটা কমে যাবে। এর পাশাপাশি ইলেকট্রিক গাড়ি কেনার সময় নেওয়া ঋণের সুদে আয়করে দেড় লক্ষ টাকা ছাড় দেবে কেন্দ্র।

শুধু বৈদ্যুতিক গাড়ির ওপরেই নয়, এই ধরনের গাড়ির চার্জিং স্টেশনের ওপর আরেপিত জিএসটি-র হারও এক লাফে অনেকটা কমানো হয়েছে। বৈদ্যুতিক যানের চার্জিং স্টেশনের ওফর জিএসটি ১৮ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হল। এছাড়াও দেশে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়াতে যন্ত্রাংশ আমদানিতে আমদানি শুল্ক কমানো হয়েছে।