গত বৃহস্পতিবার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কপ্টারে তল্লাশি অভিযান চালানোর পর এবার নির্বাচন কমিশনের নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কপ্টার। জানা যাচ্ছে, শুক্রবার মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা কেন্দ্রে শাহের হেলিকপ্টার নামার পরেই তল্লাশি চালালেন কমিশনের আধিকারিকরা। মূলত, নির্বাচনের আবহে অনেক জায়গাতেই টাকা বা জিনিসপত্র পাচার হয়। সেইজন্য নেতানেত্রীদের গাড়ি বা কপ্টারে অভিযান চালায় কমিশন। তবে শেষমেশ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টারে অভিযান চলল, এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
যদিও নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে প্রশংসা জানিয়েছেন খোদ শাহ। নিজের এক্স হ্যান্ডেলে এই অভিযানের ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, "মহারাষ্ট্রের হিঙ্গোলি কেন্দ্রে প্রচারে যাওয়ার সময় নির্বাচন কমিশনের আধিকারিকরা আমার কপ্টারে তল্লাশি অভিযান চালিয়েছে। বিজেপি সুষ্ঠু ও সুস্থ নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করেে এবং মাননীয় নির্বাচন কমিশনের প্রণীত সমস্ত নিয়ম মেনে চলে। আমাদের সকলকে সুস্থ নির্বাচন ব্যবস্থায় অবদান রাখতে হবে এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী গনতন্ত্র হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে হবে"।
Union Home Minister Amit Shah tweets, "Today, during my election campaign in Hingoli Assembly constituency of Maharashtra, my helicopter was inspected by Election Commission officials. BJP believes in fair elections and healthy election system and follows all the rules made by… pic.twitter.com/TlpGtPN4XT
— IANS (@ians_india) November 15, 2024