ED conducts searches at AAP MLA Amanatullah Khan's residence (Photo Credit: PTI)

নয়াদিল্লি:  অর্থ তছরুপের অভিযোগে আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টিম। ইডি আধিকারিকদের সূত্রে খবর, অর্থ তছরুপ প্রতিরোধ আইন অনুযায়ী বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার সকালে ইডি টিম দিল্লির ওখলায় বিধায়ক আমানতুল্লাহ খান (AAP MLA Amanatullah Khan)-এর বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছেছে। সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate - ED) দল আমানতুল্লাহ খানের বাড়িতে প্রবেশ করে।

দেখুন

গত বছর আমানতুল্লাহ খানের বিরুদ্ধে ওয়াকফ বোর্ডের জমি কেলেঙ্কারির ভিত্তিতে ইডি অভিযান চালিয়েছিল। অভিযানে নগদ ১২ লাখ টাকা, লাইসেন্সবিহীন ১টি বেরেটা পিস্তল ও ২টি বিভিন্ন বোরের কার্তুজ উদ্ধার হয়। দিল্লি পুলিশের দুর্নীতিদমন শাখা তাঁকে গ্রেফতার করে।

উল্লেখ্য, কিছুদিন আগেই আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। দিল্লি আবগারি দুর্নীতি মামলার তদন্তের সূত্রে তাঁকে গ্রেফতার করা হয়।