ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। গত ২৪ ঘণ্টায় মোট তিনবার কম্পন অনুভূত হয়েছে নেপালে, এমনটাই জানা গিয়েছে সে দেশের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তরফে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী,ভূমিকম্পের উৎসস্থল নেপালের মণিপুরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারাও।

নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, নেপালের পশ্চিমভাগেই ভূমিকম্পগুলি অনুভূত হয়েছে। গতকাল মোট তিনবার কম্পন অনুভূত হয়। এরমধ্যে দুটি ভূমিকম্প ও একটি আফটার শক ছিল। রাত ৯ টা ৭ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। এরপরে ফের ৯টা ৫৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এইসময় কম্পনের মাত্রা ছিল ৪.১। তবে সবথেকে বেশি শক্তিশালী ছিল তৃতীয় ভূমিকম্পটিই। রিখটার স্কেলে ৬.৬ মাত্রার ভূমিকম্প হয় রাত ২টো ১২ মিনিট নাগাদ।

ভূমিকম্পের জেরে নেপালের দোতি জেলায় গৌরাগাঁওয়ে একটি বাড়ি ভেঙে পড়ে, সেখানে তিনজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর এখনও অবধি ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

নেপাল প্রশাসনের তরফে এখনও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানানো হয়নি। তবে বেশ কিছু অংশে, বিশেষ করে নেপালের পশ্চিমভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন স্থানে ভূমিধসের ফলে কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দোতির প্রধান জেলা আধিকারিক কল্পনা শ্রেষ্ঠ

নেপালের ডোটি জেলায় যে বাড়িটি ধসে পড়ে সেখানে আরো কেও আটকে আছেন কিনা তার  অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।