ভোটের ময়দানে তিনি জিতবেন কি হারবেন তা অবশ্য জানা যাবে ৪ জুনের পর। তবে ভোটপ্রচারের মাঝে পাঞ্জা লড়ে সকলকে চমকে দিলেন অভিনেতা রবি কিষাণ (Ravi Kishan)। রবিবার উত্তর প্রদেশের রামগড়ের লাল লেক এলাকায় প্রচার সারেন অভিনেতা। সেই প্রচারের মাঝে হঠাৎই পেলেন ক্ষণিকের বিরতি। আর তখনই এক দলীয় কর্মীর সঙ্গে পাঞ্জা লড়েন রবি। আর তাতে অনয়াসে প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে জিতে যান অভিনেতা। আর সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আগামী সপ্তম দফায় রবি কিষাণের লোকসভা কেন্দ্র গোরক্ষপুরে লোকসভা নির্বাচন রয়েছে।
Uttar Pradesh: During a public interaction at Ramgarh Tal Lake, BJP candidate and incumbent MP Ravi Kishan from the Gorakhpur constituency was seen engaging in an arm-wrestling match with a young man pic.twitter.com/A7CXtA6ayu
— IANS (@ians_india) May 19, 2024