চিকিৎসককে খুন করে পালালো ৩ নাবালক। গত ২-৩ অক্টোবর মধ্যরাতে দক্ষিণ পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় জাভেদ আখতার (Javed Akhtar) নামে এক চিকিৎসককে গুলি করে খুুন করে তিন নাবালক। ঘটনার তদন্তে নেমে শুক্রবার এক ১৭ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দিন কয়েক আগে স্থানীয় একটি নার্সিংহোমে তিনজনের মধ্যে এক নাবালক ওই চিকিৎসকের কাছে চেক আপের জন্য গিয়েছিল। তখন তাঁর সঙ্গে জাভেদ আখতারের বচসা হয়। ফলে সেই রাগেই চিকিৎসককে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। যদিও এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তাঁর দুই বন্ধু এখনও পলাতক রয়েছে।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে বাকি দুইজনকেও অভিযুক্ত হিসেবে গণ্য করা হয়েছে। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত নাবালককে সাহায্য করেছে বাকিরা, এমনটাই দাবি করছে পুলিশ। অন্যদিকে, খুনের পর মূল অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছিল। যেখানে বন্দুক হাতে দেখা ওই কিশোর দাবি করছে সে নাকি ২০২৪ সালেই একজনকে খুন করেছে। এবং এই দাবি সে গর্বের সঙ্গে করছে। এই ভিডিয়োর সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
#WATCH | Unani practitioner shot dead in Delhi | Sanjay Bhatia, Addl CP, Crime says, "On the nights of October 2-3, a doctor was murdered. Once the information was received, local Police reached the spot and it was found that as Unani doctor Javed Akhtar was shot in his head. He… pic.twitter.com/T65EpI1i9p
— ANI (@ANI) October 4, 2024