ইটাহার, ৩ সেপ্টেম্বর: মিড ডে মিলের (Mid-Day Meal) খিচুড়িতে (khichuri) নুনের বদলে দিয়ে দেওয়া হল কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার (Detergent Powder)। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া। পেটে ব্যথা ও বমি হতে থাকে তাদের। পরে তাদের ভর্তি করা হয় ইটাহার গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইটাহার ব্লকের (Itahar) কাপাশিয়া এলাকার ছিলিমপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার স্কুলের মিড–ডে মিলে খিচুড়ি রান্না হয়েছিল। অভিযোগ, রাঁধুনিরা নুনের বদলে খিচুড়িতে ডিটারজেন্ট পাউডার দিয়ে ফেলেন। খিচুড়ি খেয়েই পেটে ব্যথা শুরু হয়ে যায় ১২ জন পড়ুয়ার। কেউ কেউ বমি করতে শুরু করে। তখন পড়ুয়াদের ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অভিভাবকরা। ১১ জন পড়ুয়াকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একজন হাসপাতালে এখনও চিকিৎসাধীন।
এদিকে, এই ঘটনার পর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। রাঁধুনিদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার দাবিতে চলে বিক্ষোভ। খবর পেয়ে স্কুলে যায় ইটাহার থানার পুলিশ। উত্তেজনা বাড়তে থাকায় পরে ঘটনাস্থলে যায় ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহা ও ইটাহার ব্লকের জয়েন্ট বিডিও অঙ্কুর বিশ্বাস-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। দীর্ঘ আলোচনার পর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, ছিলিমপুর প্রাথমিক বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা ২০৮, শুক্রবার ১২৭ জন স্কুলে গিয়েছিল। আরও পড়ুন: Coal Smuggling Case: কয়লা পাচার মামলায় ইডি-র নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে যুক্ত তিনটি সংস্থা
ইটাহারের বিডিও অমিত বিশ্বাস জানিয়েছেন, ঘটনার কথা জানাতে পেরেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত রাঁধুনিদের আপাতত কাজ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শোকজ করা হয়েছে ইটাহার ব্লক প্রশাসনের তরফে।