ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ বেসমেন্টের জমা জলে আটকে পড়ুয়া মৃত্যুর ঘটনায় তোলপাড় দিল্লি (Delhi)। শনিবার সন্ধ্যায়, দিল্লির রাজেন্দ্র নগর (Rajendra nagar) এলাকার একটি এইএএস কোচিং সেন্টারের (IAS Coaching Centre) বেসমেন্টে (Basement) জমা জলে আটকে প্রাণ হারান তিন পড়ুয়া। এরপরই উত্তাল হয় রাজধানী। ঘটনার প্রতিবাদে দিল্লি রাজপথে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। রবিবার, সকালে ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন এক পড়ুয়া। গোটা ঘটবার সাক্ষী তিনি এমনটাই জানান। এই পড়ুয়ার নাম হৃদেশ চৌহান। সহপাঠীদের মৃত্যুতে শোকাহত হৃদেশ। সামাজিক মাধ্যমে যে ভিডিয়োটি তিনি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, কোচিং সেন্টারের বেসমেন্ট জলের স্রোতে ভেসে যাচ্ছে। জমা হলে নেমে উঠে আসছেন এক শিক্ষক। ছাত্রছাত্রীদের মুখে ভয়ের ছাপ। এই ভিডিয়োর ক্যপাশনে হৃদেশ লেখেন, "এই ভয়ঙ্কর ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন আমি। ১০ মিনিটের মধ্যে বেসমেন্ট জলে ভরে যায়। ৬ টা বেজে ৪০ মিনিটে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। কিন্তু তারা এসে পৌঁছয় রাত ৯ টায়। ততক্ষণে আমার তিন সহপাঠী প্রাণ হারায়। বাকি তিনজন হাসপাতালে ভর্তি। তাদের জন্য প্রার্থনা করুন।" সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই গাফিলতির অভিযোগে কাঠগড়ায় প্রশাসন।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো