Police (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ৩ অক্টোবরঃ ২০২১ এর পর আরও একবার সংবাদ মাধ্যমের শিরোনামে নিউজ পোর্টাল সংস্থা নিউজ ক্লিক (NewsClick)। সংস্থার বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। অর্থের বিনিময়ে চিনের প্রচার করছে এই নিউজ পোর্টাল, সন্ত্রাস বিরোধী আইন এবং বেআইনি কার্যকলাপ আইনের অধীনে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম নিউজক্লিকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। মঙ্গলবার সকালে মিডিয়া সংস্থার সঙ্গে যুক্ত ৩০টির বেশি জায়গায় অভিযান চালায় পুলিশ। কয়েজন সাংবাদিকের বাড়িতেও হানা দেয়। যদিও এখনও অবধি ঘটনায় কাউকে গ্রেফতার করার খবর মেলেনি।

নিউজ ক্লিকের (NewsClick) বিরুদ্ধে অভিযোগ, বিপুল অর্থের বিনিময়ে ভারতে চিনের প্রচার ছড়াচ্ছে তাঁরা। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে এই নিউজ পোর্টালের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে প্রতিবেদন লেখা হয়। তার পরেই নড়েচড়ে বসে দিল্লি। মঙ্গলবার সংস্থার অফিস এবং কর্মীদের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ দল। জানা যাচ্ছে, নিউজ ক্লিকের কয়েকজন সাংবাদিকের ল্যাপটপ এবং মোবাইল ফোন খতিয়ে দেখছে পুলিশ। ওই সংস্থার এক সিনিয়র সাংবাদিক এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিল্লি পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ এবং ফোন কেড়ে নিয়েছে'।

অগাস্টে ওই মার্কিন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছিল, ভারতীয় নিউজ পোর্টাল নিউজ ক্লিক সঙ্গে এক মার্কিন মিলিয়নেয়ারের যোগ রয়েছে। চিনের প্রচারের জন্যে ওই মিডিয়া হাউসে টাকা ঢেলে চলেছেন তিনি। এর আগেও ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিউজ ক্লিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। ইডি এবং অর্থপাচার বিরোধী সংস্থা মিডিয়া হাউসের সম্পাদকের বাড়িতে অভিযান চালিয়েছিল সেই সময়ে।