বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিল্রির গ্রেটার কৈলাশ এলাকায় প্রকাশ্য রাস্তায় খুন হতে হয়ছিল আফগানিস্তানের বংশোদ্ভূত নাদির শাহ। তদন্তে জানা যায়, তাঁকে খুন করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishno) এক সদস্য। এবার সেই মামলার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল পুলিশে হাতে। জানা যাচ্ছে, তিনি যে জিমের ট্রেনার ছিলেন, সেই জিমের অন্যতম মালিকও তিনিই ছিলেন। আর এই ব্যবসায় তাঁর যে পার্টনার ছিল, তাঁর কাছে ৫ কোটি টাকার দাবি করেছিলেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। কিন্তু মাঝে নাদির শাহ ঢুকে অন্য গ্যাংয়ের মাধ্যমে এই জুলুমবাজি বন্ধ করতে চেয়েছিলেন। তাই গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ রোহিত গোদরাকে সুপারি দেওয়া হয়ছিল নাদিরকে মেরে ফেলার জন্য।

পুলিশ জানিয়েছেন, নাদিরের বিষ্ণোই গ্যাংয়ের পাশাপাশি আর দুই গ্যাংস্টারের সঙ্গে ভালো পরিচয় ছিল। ফলে তাঁর পার্টনার যাতে কম টাকা দিয়ে বিষ্ণোইদের চুপ করাতে পারেন সেই চেষ্টাই করছিলেন। এমনকী আফগান ব্যক্তি চেয়েছিলেন লরেন্সদের দলের সদস্যদের দিল্লি থেকে উৎখাত করাতে। আর সেই কারণেই এদিন রোহিত গোদরা সোজা এসে তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাদিরের। যদিও এই ঘটনার পর মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এবং সে এই খুনের ঘটনা স্বীকারও করেছে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার প্রায় ৭-৮ রাউন্ড গুলি চালানো হয় নাদিরের শরীর লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরবর্তীকালে পুলিশ এসে দেহটি উদ্ধার করেন। অন্যদিকে এই ঘটনার সময় নাদিরের সঙ্গে কথা বলছিলেন যে ব্যক্তি, তাঁর কোনও চোট লাগেনি বলেই খবর।