Delhi Airport (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৯ এপ্রিলঃ এয়ার ইন্ডিয়া বিমানে (Air India Flight) চেপে দিল্লি বিমানবন্দর (Delhi Airport) থেকে মণিপুর ইমফলে যাত্রা করছিলেন এক মহিলা যাত্রী। মহিলা নিজের গন্তব্যে পৌঁছালেও, পৌঁছায়নি তাঁর পোষ্য বিড়াল। এয়ার ইন্ডিয়া কর্মীদের (Air India Staff) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ওই মহিলা যাত্রী। বিমান সংস্থার কর্তৃপক্ষের কাছে কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।

এয়ার ইন্ডিয়া (Air India) কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ওই যাত্রী জানান, গত ২৪ এপ্রিল AI 889 বিমানে চেপে ৯:৫৫ এ দিল্লি (Delhi) থেকে ইমফলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিল তাঁর দুই পোষ্য বিড়ালছানা। ভোর ৬:৩০ নাগাদ তিনি পৌঁছে যান বিমানবন্দরে। তাঁকে বিমান কর্মীরা জানান, বিমানে পোষ্য বিড়াল নিজের সঙ্গে রাখতে হলে তাঁকে বিজনেস ক্লাসে যাত্রা করতে হবে। নয়তো পোষ্যদের কারগোতে পাঠাতে হবে। কিন্তু মহিলা তাঁর পোষ্যদের কারগো পাঠাতে রাজি হননি। তিনি বিজনেস ক্লাসেই যাত্রা করতে রাজি হন। কিন্তু কিচ্ছুক্ষণ পর এক বিমান কর্মী তাঁকে এসে বলেন, বিজনেস ক্লাসে কোন আসন ফাঁকা নেই ফলে তাঁকে ইকোনমি ক্লাসেই যেতে হবে এবং তাঁর পোষ্যদের কারগোতে পাঠাতে হবে।

সেই কথা মত তাঁর দুই বিড়ালছানাকে নিয়ে কারগোতে রাখার ব্যবস্থা করেন এয়ার ইন্ডিয়া কর্মীরা। কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে মহিলাকে জানানো হয় তাঁর একটি বিড়াল খাঁচা থেকে পালিয়েছে। একটি বিড়াল নিয়েই তাঁকে রওনা দিতে হবে। নয়ত বিমান বিলম্বিত হবে। তাঁকে একপ্রকার জোর করে রাজি করানো হয়েছে পোষ্যকে ফেলেই বিমান ছাড়ার জন্যে।

আদরের পোষ্যকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ওই যাত্রী। বিমান কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ওই মহিলা যাত্রী। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তাঁরা যথাসম্ভব চেষ্টা করতে বিষয়টা সমাধান করার।