শিখর ধাওয়ান (Photo Credits: Twitter/IPL)

৬ উইকেটে কিংস ইলেভন পাঞ্জাবকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। এই জয়ের নেপথ্যে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ভূমিকা অসামান্য। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৩ উইকেটে হেরেছিল দিল্লি ক্যাপিটালস। এই হারের ক্ষত ভুলতে কিংস ইলেভন পাঞ্জাবকে ৬ উইকেট হারানোয় স্বস্তি পেল ঋষভ পন্থের দল। টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান ঋষভ পন্থ। তবে ওয়াংখেড়ের বাইশ গজে কে এল রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল যে শুরু থেকেই ঝড় তুলবেন সেটা হয়তো দিল্লি শিবির ভাবতে পারেনি। ১৩.৪ ওভারে প্রথম উইকেটে ১২২ রান তুলে দিলেন দুই ওপেনার। কিন্তু মাত্র ৩৬ বলে ৬৯ রানে ময়াঙ্ক ফিরতেই  কেমন তাড়াহুড়ো করে ১৯৫ রানে লড়াই থামাল পাঞ্জাব। আরও পড়ুন-Bihar: করোনা কাড়ল প্রাণ, প্রয়াত জেডিইউ বিধায়ক মেওয়ালাল চৌধুরি

শেষের দিকে মহমম্দ শামির বোলিং কে এল রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের লড়াইকে জলে ফেলে দিল। দিল্লি ব্যাচ করতেই ধাওয়ান জ্বলে উঠলেন।  মাত্র ৪৯ বলে ৯২ রানে আউট হলেও সেটাই দুই দলের তফাত গড়ে দিল। স্বভাবতই ম্যাচের সেরা হলেন তিনি। যদিও ম্যাচের শেষ ৩০ মিনিটে ছিল টানটান উত্তেজনা। ১৩ ওভারে দিল্লির স্কোর বোর্ডে ১২৫ রানে ২ উইকেট। ধাওয়ন ও পন্থ ক্রিজে থাকলেও জিততে দরকার ছিল ৪২ বলে ৭১ রান। অর্থাৎ খেলা যে কোনও দিকে ঘুরে যেতে পারে। ব্যক্তিগত ৯২ রানে শিখর যখন ফিরছেন তখন ১৫২ রানে ৩। ৩০ বলে তখনও দরকার ৪৪ রান।তবে এরপরেও উত্তজনার অভাব ছিল না। ১৭তম ওভারে মহম্মদ শামি পরপর দুটো ‘নো’ বল দিয়ে দিল্লি ক্যাপিটালসকে সামনে সুবর্ণ সুযোগ উপহার দিয়ে ফেললেন। মাথা ঠান্ডা না রাখতে পেরে মোক্ষম সময় ২০ রান দিয়ে বসলেন শামি। যার বিনিময়ে জয় পেল দিল্লি ক্যাপিটালস