নয়াদিল্লি: বর্ষশেষের রাতে দিল্লির এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলার মধ্যেই তিনি এই আত্মহত্যার ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির মডেল টাউন এলাকায়। মৃত ব্যক্তির নাম পুনীত খুরানা। মডেল টাউনের কল্যাণ বিহার এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
পুনীতের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় তিনি বিরক্ত ছিলেন। বুধবার সকালে কল্যাণ বিহারে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুনীত খুরানা ও তাঁর স্ত্রী মানিকা জগদীশ পাহওয়া দিল্লিতে উডবক্স নামে একটি ক্যাফে চালাতেন।ব্যবসা নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। পুনীতের পরিবার জানিয়েছে সে মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে এমন পদক্ষেপ নিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।