নয়া দিল্লি, ১৭ জানুয়ারিঃ নিজেকে সরকারি আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে দিল্লির হোটেলে ৩ মাস ছিলেন এক ব্যক্তি। তাঁর হোটেল বিল দাঁড়ায় ২৩ লক্ষা টাকা। কিন্তু বিলের টাকা না মিটিয়ে চম্পট দেন তিনি। ব্যক্তির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন হোটেল মালিক। জোর করে সঙ্গম, নগ্ন ছবি ফাঁসের হুমকি, সমকামী সঙ্গীকে কুপিয়ে খুনের অভিযোগ
সূত্রের খবর, আরব আমিরশাহির সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে দিল্লির সরোজিনী নগর এলাকায় লীলা প্যালেস নামে এক হোটেলে তিন মাস যাবত ছিলেন ওই ব্যক্তি। ১ আগস্ট হোটেলে চেক-ইন করেন তিনি। ২০ নভেম্বর বিল না মিটিয়েই হোটেল থেকে পালিয়ে যান ব্যক্তি। হোটেল কর্মী সূত্রে খবর, ওই ব্যক্তির হোটেল বিল দাঁড়িয়েছেল ২৩ লক্ষ টাকা। সংযুক্ত আরব আমিরশাহির আধিকারিক হিসাবে নকল নথি দেখায়ে হোটেল কর্মীদের। সেই নথি সত্যি মনে করে হোটেলে থাকতে দেওয়া হয় তাঁকে।
আগস্ট এবং সেপ্টেম্বর মাসের হোটেলের রুম ভাড়া বাবদ ১১ লক্ষ টাকা মিটিয়ে ছিলেন অভিযুক্ত ব্যক্তি। কিন্তু ২৩,৪৮,৪১৩ টাকা তখনও বাকি ছিল। হোটেল পক্ষ থেকে অনেক জোরাজুরির পর ২০ লক্ষ টাকার একটি চেক দেন তিনি। কিন্তু সেই চেক ব্যাঙ্কে ফেলতেই তা বাউন্স করে। হোটেল মালিকের সন্দেহের তীর যায় ব্যক্তির দিকে। সেই থেকেই পালানোর পরিকল্পনা ছিল তাঁর। অবশেষে ২০ নভেম্বর আটঘাট বেঁধে হোটেলের বেশকিছু দামী জিনিস নিয়ে চম্পট দেয় ব্যক্তি। ১৩ জানুয়ারি হোটেল মালিক ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। ধারা ৩৪০, ৪১৯, ৪২০ এর অধীনে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।