নয়া দিল্লি, ৮ জানুয়ারিঃ মাঝ রাতে আচমকা বন্ধ হয়ে গেল রেস্তোরাঁর লিফট। ভিতরে আটকে ১০ জন। না না, কোন ভৌতিক কারণে নয়। যান্ত্রিক গোলযোগের কারণেই মাঝপথে থমকে যায় লিফটটি। সোমবার দিল্লির (Delhi) ওল্ড রাজেন্দ্র নগরের পুসা রোডের এক রেস্তোরাঁ কাম বারে ঘটে এই বিপত্তি। রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে সেই রাতেই খবর দেওয়া হয় দিল্লির দমকল বাহিনীকে। তিন ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর আটকে পড়া লিফটের মধ্যে থেকে ১০ জন যাত্রীকে বের করে আনা সম্ভব হয়েছে বলে খবর।
দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ (Delhi Fire Services Chief Atul Garg) জানান, সোমবার গভীর রাত ২টো ৫৭ মিনিট নাগাদ তাঁদের কাছে ফোন আসে পুসা রোডের ইলুম দ্য সোয়র বারের লিফটটি মাঝপথে আটকে গিয়েছে। ভিতরে রয়েছে অন্ততপক্ষে ১০ জন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় দমকল বাহিনী। আটকে পড়া লিফটের ছাদ ভেঙে একে একে ১০ জনকে ভিতর থেকে উদ্ধার করে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। নিরাপদে এবং অক্ষত অবস্থাতেই বের করা গিয়েছে সকলকে।
উদ্ধার কাজের ভিডিয়ো...
आधी रात "बार की लिफ्ट" में फंस गए 10 लोग
घंटो मशक्कत के बाद सुबह रेस्क्यू करके निकाला
महिला -पुरुष फंसे थे, ऊपरी हिस्से को काटा गया
फायरकर्मी लगातार लोगों की हिम्मत बढ़ाते रहे@LtGovDelhi@DelFireService @AtulGargDFS @stosomvirsingh1 @DCPCentralDelhi @DMCentralDelhi pic.twitter.com/22mEHrpPke
— Navin Nischal (@nischalnavin2) January 8, 2024
গোটা অপারেশনটি সম্পূর্ণ করতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে তাঁদের। ভোর সাড়ে ৬টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত গোটা ঘটনাটিকে প্রযুক্তিগত ত্রুটি বলেই মনে করছেন অতুল।