আমাসরা (তুরস্ক): কয়লার খনিতে (coal mine) ভয়াবহ বিস্ফোরণের জেরে তুরস্কে (Turkey) মৃত্যু হল ৪১ জনের। শনিবার একথা জানানো হয় তুরস্কের প্রশাসনের তরফে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর তুরস্কের (northern Turkey) আমাসরা (Amasra) শহরে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তুরস্কের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন তুর্কিস হার্ড কোল এন্টারপ্রাইসের (Turkish Hard Coal Enterprise) আমাসরা মুইসইসি মুদুরলুগু কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। দুর্ঘটনাটি ঘটেছে বার্টিন (Bartin) প্রদেশের ব্ল্যাক সি উপকূলের (Black Sea coastal ) আমাসরা শহরে। ওই খনিতে সেসময় ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। পরে খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা গিয়ে সবাইকে উদ্ধার করে। তাঁদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছিল। আর অনেকে গুরুতর জখম হয়েছিলেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজ ছিলেন কিছুজন।
শনিবার এপ্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপি এরদোগান (Recep Tayyip Erdogan) বলেন, "আমাদের লক্ষ্য ছিল খনিতে আটকে থাকা সমস্ত মানুষকে উদ্ধার করার। শেষপর্যন্ত আমরা নিখোঁজ থাকা শেষ মানুষটিকেও খুঁজে বের করতে সমর্থ হয়েছি। কিন্তু, তিনি ততক্ষণে মারা গিয়েছিলেন। এর ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪১।"
এর আগে তুরস্কের ইন্টিরিয়র মিনিস্টার সয়লু জানান, আমাদের ১১০ জন ভাই সেখানে কাজ করছিলেন। খনির ভিতরে ৩০০ মিটার গভীরে বিস্ফোরণ ঘটে। আমরা ৪৯ জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। তার মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Death toll in Turkey mine explosion rises to 41
Read @ANI Story | https://t.co/Jb4doywCwH#Turkey #MineExplosion #NorthernTurkeyExplosion pic.twitter.com/krl2mMNYK6
— ANI Digital (@ani_digital) October 15, 2022