অন্তর্বাস থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার বৈদেশিক সোনার পেস্ট। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) ব্যাগেজ কাউন্টার থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর ব্যাগ থেকে কমপক্ষে ১.৩ কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। যার ওজন ছিল ১.৫৮৫ গ্রাম। কাস্টমস সূত্রের খবর, সোনাগুলি রাসায়নিক পেস্টের মতো অন্তর্বাস, মোজার মধ্যে লুকিয়ে রাখা ছিল। ইতিমধ্যেই সেই সোনাগুলি কাস্টমস অ্যাক্ট ১৯৬২ আইনে ১১০ ধারার অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে।

তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বৈদেশিক সোনা

জানা যাচ্ছে, এদিন আগে থেকেই গোপনসূত্রে খবর পেয়ে বিমানবন্দরে নজরদারি বাড়িয়েছিল কাস্টমসের আধিকারিকরা। তখনই জেদ্দা থেকে কুয়েত হয়ে একটি আন্তর্জাতিক বিমানের যাত্রীদের ব্যাগ এক্স-রে মেশিনে পরীক্ষা চলাকালীন নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। তারপর ওই ব্যাগ খুলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণের সোনা। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকী ১০৪ ধারায় অভিযুক্ত ভারতীয় যাত্রীকে গ্রেফতারও করা হয়েছে।

দেখুন ভিডিয়ো

বিমানবন্দরে বাড়ানো হয়েছে নজরদারি

যদিও তাঁর সঙ্গে আর কেউ ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে বিমানবন্দর চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই সোনাগুলি কোখায় পাচার করা হচ্ছিল, তা জানার জন্য ধৃত ব্যক্তিকে জেরা করছেন তদন্তকারীরা।