নয়াদিল্লিঃ দুর্গা বিসর্জন (Durga Idol Immersion)ঘিরে উত্তপ্ত ওড়িশা(Odisha)। শনিবার রাত থেকেই দফায়-দফায় সংঘর্ষ। উত্তপ্ত কটক। শনিবারের পর রবিতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শহরের সংবেদনশীল এলাকাগুলিতে মোতায়েন পুলিশ। অন্যদিকে এই ঘটনায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে সোমবার কটকে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত শনিবার রাতে। কটকের হাতিপোখরির কাছে একটি দুর্গা প্রতিমার বিসর্জন চলছিল।সেখানে তারস্বরে গান বাজানো নিয়ে আপত্তি জানান স্থানীয়রা। এই নিয়ে দু'পক্ষের মধ্যে তর্কাতর্কি বাঁধে। মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি। একদল দুষ্কৃতী আশপাশের বাড়ির ছাদ থেকে শোভাযাত্রাকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ। বেশকিছু দোকানপাট ভাঙচুর করা হয় বলেও খবর। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এই ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন। ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ফের নতুন করে উত্তেজনা ছড়ায় কটকে। পুলিশের কাছে বাইক র্যালির অনুমতি চায় এক সংগঠন। অনুমতি না পেতেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন ওই সংগঠনের সদস্যরা। ছোড়া হয় পাথর। ফের উত্তপ্ত হয়ে ওঠে কটকের পরিস্থিতি। পাথর লেগে গুরুতর জখম হন চারজন।
পাথর বৃষ্টি, দোকানপাট ভাঙচুর, দুর্গা বিসর্জন ঘিরে উত্তপ্ত কটক
#Cuttack | 36-Hour Curfew Imposed in Parts of Cuttack
Police Commissioner S. Dev Datta Singh announced a 36-hour curfew in parts of Cuttack city, including the Dargah Bazaar area, following recent disturbances.
The Commissioner warned that no leniency will be shown towards… pic.twitter.com/ERkCe2GQoR
— OTV (@otvnews) October 5, 2025