দিল্লির রাজৌরি গার্ডেনে বার্গার কিং (Burger King) ক্যাফেতে যুবক খুনের ঘটনায় গত শুক্রবারেই গ্রেফতার হয়েছে লেডি ডন আন্নু ধনকড় (Annu Dhankar)। শনিবার পাটিয়ালা হাউস কোর্টে তাঁদের তোলা হলে আগামী ৭ দিনের জন্য পুুলিশি হেফজাতে রাখার নির্দেশ দেওয়া হয়। গতকাল উত্তরপ্রদেশের ভারত-নেপাল সীমান্তের লাখিমপুর খেরি এলাকা থেকে গ্রেফতার করা হয় আন্নুকে। পরিকল্পনা ছিল নেপালে গিয়ে গা ঢাকা দেওয়ার। কিন্তু সীমান্তবর্তী এলাকার পুলিশ তাঁকে আটক করে। ইতিমধ্যেই এই মামলারও বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে আন্নু গ্যাংস্টার হিমাংশু ভাউয়ের সহযোগী ছিল।
প্রসঙ্গত, কয়েকমাস আগে রাজৌরি গার্ডেনের বার্গার সিং ক্যাফেতে আচমকাই গোলাগুলি চলে। আর সেখানে থুন হয় আমন জুন নামে যুবক। তদন্তে নেমে জানা যায়, আমন যে মেয়েটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সে লেডি ডন আন্নু। আমনকে পরিকল্পনা করেই খুন করা হয়েছিল বলে জানায় পুলিশ। যদিও এই হামলার মূল কারণ কী ছিল তা এখনও স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে।