Mallikarjun Kharge (Photo Credit: Twitter)

নাগপুর: বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে (Nagpur) শুরু হয়েছে কংগ্রেসের হ্যায় তৈয়ার হাম (Hain Taiyyar Hum' rally)  কর্মসূচির সূচনা। আগামী ২ দিন ধরে চলবে এই সমাবেশ। বৃহস্পতিবার এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে (Congress president Mallikarjun Kharge)। আরও পড়ুন: Ambati Rayadu joins YSRCP: রাজনীতির ময়দানে ফের এক ভারতীয় ক্রিকেটার, জগনমোহনের দলে যোগ অম্বাতি রায়ড়ুর

এপ্রসঙ্গে তিনি বলেন, "নাগপুরে দুটি আদর্শ ( ideologies) রয়েছে। একটি আদর্শ হচ্ছে প্রগতিশীল যা বাবা আম্বেদকরের (Baba Saheb Ambedkar) দেখানোর পথ আর অন্যদিকে রয়েছে আরএসএএস ( RSS), যা দেশকে ধ্বংস করছে।"

এরপরই সদ্য হয়ে যাওয়া শীতকালীন অধিবেশনে যেভাবে বিরোধী সাংসদদের সংসদ থেকে বরখাস্ত করা হয়েছে তার তীব্র নিন্দা করেন খাড়গে। বলেন, "সংসদের ভেতরে আমাদের কথা বলতে দেওয়া হয়নি। আমরা শুধু জানতে চেয়েছিলাম যে কীভাবে ওই অনু্প্রবেশকারীরা সংসদের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। কেন তারা সংসদে প্রবেশ করেছিল আর কে তাদের সাহায্য করেছিল। " আরও পড়ুন:  Uttar Pradesh Shocker: চা চাওয়ায় স্বামীর চোখ কাইঁচি দিয়ে ক্ষতবিক্ষত করে দিল স্ত্রী