প্রতীকী ছবি (Photo Credits: X)

নয়াদিল্লিঃ রাজস্থানে (Rajasthan)মর্মান্তিক দুর্ঘটনা। পিস্তল দিয়ে খেলতে খেলতে অসাবধানতায় মৃত্যু পাঁচ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটপুতলি-বেরুর জেলার ছিতোলি গ্রামে। জানা গিয়েছে, ওই শিশুর ঘরে একটি বাক্সের মধ্যে রাখা ছিলে একটি দেশীয় পিস্তল। রবিবার সেই বাক্সটি খুঁজে পায় শিশু। বাক্স খুলে পিস্তলটি বের করে সে। বন্ধুকটির মধ্যে গুলি ভরা ছিল। অসাবধানতাবশত ট্রিগারে হাত পড়ে যেতেই শিশুর মাথা ফুঁড়ে বের হয় গুলি। সঙ্গে সঙে গুলির আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। ততক্ষণে সব শেষ! ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে পাঁচ বছরের শিশু। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর বাবা মুকেশ একটি প্রতিরক্ষা প্রশিক্ষণ শিবির চালাতেন। বাড়িতে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। কোথা থেকে এই পিস্তল এল তাঁর কাছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 পিস্তল নিয়ে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুর মাথা ফুঁড়ে বের হল গুলি