DC vs CSK, IPL 2021: দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৪ উইকেটে হারিয়ে আইপিএলের (IPL 2021) ফাইনালে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শেষ ওভারে দুর্দান্ত ফিনিশ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। পরপর ৩টি চার মেরে ২ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন

আজ টসে জিতে ঋষভ পন্থের দিল্লিকে ব্যাটিং করতে পাঠান ধোনি। ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভাবে শুরু করেন পৃথ্বী শ। তবে শিখর ধাওয়ান কিছুটা ধীরে ব্যাট করছিলেন। ধোনির হাতে ধরা পরে আউট হন তিনি। এরপর বেশিক্ষণ টেকেননি শ্রেয়স আইয়ারও। তবে মারমুখি মেজাজে খেলতে থাকেন পৃথ্বী। আউট হওয়ার আগে করেন ৬০ রান। এরপর দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক পন্থ ও হেটমেয়ার। শেষ পর্যন্ত ধোনি বাহিনীর সামনে ১৭৩ রানের লক্ষ্যমাত্রা রাখে দিল্লি ক্যাপিটালস। ঋষভ ৫১ ও হেটমেয়ার ৩৭ রান করেন।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় ধোনির দল। ফিরে যান ফাফ ডু প্লেসি। তবে জ্বলে ওঠেন রুতুরাজ গাইকোয়াড়। দ্বিতীয় উইকেটে তিনি ও রবিন উথাপ্পা দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দীর্ঘদিন পর পুরনো উত্থাপ্পাকে দেখা গেল। তাঁর সংগ্রহ মাত্র ৪৪ বলে ৬৩ রান। যদিও উত্থাপ্পা আউট হয়ে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। প্রথম বলে মইন আলিকে আউট করে দেন টম কুরান।উইকেট পড়লেও ওই ওভারেই কামাল করেন ধোনি। পরপর ৩টি চার মেরে ২ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন।