প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো(Durga Puja 2025)। সারাবছরে এই পুজোর জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। বছরভর চলে প্ল্যানিং। রাত জেগে ঠাকুর দেখা, আড্ডা, হইহুল্লোড়ের সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হয় সাজগোজের বিষয়টি। শুধু নতুন জামাকাপড় কিনলেই তো হবে না সঙ্গে চাই সুন্দর মেকআপ। আর মেকআপের আগে যে বিষয়টিতে নজর দিতে হবে তা হোল ত্বকের যত্ন। পুজোর আগে পার্লারে গিয়ে ফেসিয়াল না করিয়ে ঘরে বানানো এই সব ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা ফেরান।

দই ও মধুর ফেস প্যাকঃ দই ত্বকের জন্য দারুণ একটি উপাদান। ত্বকের ট্যান তুলতে এর জুরি মেলা ভাড়। দইয়ের সঙ্গে যদি একটু মধু মিশিয়ে নিতে পারেন তাহলে তো আর কথাই নেই। সপ্তাহে দু'থেকে তিনদিন এই ফেস প্যাক ব্যবহার করে দেখুন।

হলুদ ও বেসনের ফেস প্যাকঃ হলুদ ও বেসন এই দুই উপাদানই ত্বকের পরম বন্ধু। হলুদ ব্রণর সমস্যা কমায়। আর বেসন ত্বকের দাগছোপ দূর করে। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে ব্যবহার করেই দেখুন জেল্লা ফিরবে ত্বকে। যদি আপনার ত্বক শুষ্ক প্রকৃতির হয় তবে এই ফেসপ্যাকে দু'ফোঁটা নারকেল তেল ফেলে দেবেন।

টক দই ও হলুদের ফেস প্যাকঃ টক দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে মাখলেও দারুণ উপকার পাবেন। এতে ত্বকের দাগছোপ দূর হবে এবং ত্বক নরম হবে।