Photo Credit_Twitter

শাস্ত্রমতে বলে সন্ধিপুজো ছাড়া দুর্গাপুজো (Durga Puja 2025) সম্পূর্ণ হয় না। এই পুজোকে দুর্গাপূজার অন্যতম শ্রেষ্ঠ আচার বলে মনে করা হয়। অষ্টমীর শেষ ও নবমীর প্রথম প্রহরের মধ্যবর্তী ৪৮ মিনিট সময়কে সন্ধিপুজো বলা হয়। বাঙালির বিশ্বাস সন্ধিপুজোর সময় দেবী দুর্গার মধ্যে চামুণ্ডা দেবীর আবির্ভাব ঘটে। তাই এই সময় দেবীকে চামুণ্ডারুপে পুজো করা হয়।

পূরাণ মতে,সন্ধিপুজো ঠিকমতো সম্পন্ন হলেই দুর্গাপুজো স্বার্থক হয়। এই পুজোর মাধ্যমেই অশুভ শক্তি দূর করে শুভ শক্তির আবাহন ঘটানো হয়। এই পুজো চলাকালীন মা চণ্ডির ধ্যান, আরতি ও বীজ মন্ত্র জপ করলে মনস্কামনা পূর্ণ হয় বলে ভক্তদের বিশ্বাস।

চলতি বছরের সন্ধিপুজোর সময়সূচিঃ

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (১৩ আশ্বিন, মঙ্গলবার)

সন্ধ্যা ৫টা ৪৩ মিনিট থেকে ৬টা ৭ মিনিট পর্যন্ত সন্ধিপূজার সময়।

সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে বলিদান সম্পন্ন হবে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে,

দুপুর ১টা ৪৪ মিনিটে সন্ধিপূজার বলিদান হবে

এবং দুপুর ২টা ৮ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপ্ত হবে।