সামনেই জন্মাষ্টমী(Janmashtami 2025)। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মূলত জন্মাষ্টমী পালিত হয়। হিন্দুধর্মের (Hindu) অন্যতম বড় উৎসব হল জন্মাষ্টমী। মায়াপুর, বৃন্দাবনের পাশাপাশি ঘরে ঘরে পূজিত হন গোপাল। এবারেও গোপাল পুজোয় মাতবেন হিন্দুরা।
চলতি বছর কবে জন্মাষ্টমী?
এই বছর পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ১৫ আগস্ট । এদিন রাত ১১ টা ৪৯ মিনিটে শুরু ও ১৬ আগস্ট রাত ৯টা ৩৪ মিনিটে শেষ। আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে, গৃহস্থদের জন্মাষ্টমী ১৫ অগস্ট। আর ১৬ অগস্ট বৈষ্ণবেরা জন্মাষ্টমী পালন করতে পারেন।
জন্মাষ্টমীর পুজোর শুভ মুহূর্ত কখন?
পূরাণ মতে, মধ্যরাতে দেবকীর গর্ভে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। তাও মাঝরাতেই গোপাল পুজো করা হয়। ১৫ ও ১৬ অগস্ট দু'দিন মধ্যরাত ১২টা ০৪ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত পুজো করার জন্য শুভ সময় রয়েছে। এছাড়া যারা ১৬ অগস্ট পালন করতে চাইছেন তাঁদের জন্য শুভ সময় ১৬ ও ১৭ অগাস্ট রাত ১২টা ০৪ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত।
- চলতি বছর জন্মাষ্টমী উপলক্ষে রোহিনী নক্ষত্র ১৭ অগস্ট ভোর ৪টে ৩৮ মিনিট থেকে শুরু হয়ে ১৮ অগস্ট দুপুর ৩টে ১৭ মিনিট পর্যন্ত থাকবে।