আজ, ৬ অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja 2025)। বাংলার (Bengal)ঘরে ঘরে পূজিত হবেন দেবী লক্ষ্মী। হিন্দুদের মধ্যে বিশ্বাস রয়েছে, এদিন মা লক্ষ্মী মর্তে আসেন। সুখ-সমৃদ্ধি পেতে মা লক্ষ্মীকে পুজো করেন বাঙালিরা। যেহেতু প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মীপুজো হয় তাই এদিন পুরোহিতের আকাল পড়ে। তবে জানেন কি নিয়ম জানলে আপনি নিজেই করে নিতে পারবেন লক্ষ্মীপুজো। তার জন্য শুধু জানতে হবে বিশেষ কিছু নিয়ম। কী সেই নিয়ম? আসুন জেনে নেওয়া যাক।
পুরোহিত ছাড়া লক্ষ্মীপুজো কীভাবে করবেন?
- স্নান করে শুদ্ধ বসন পরুন। যে জায়গায় পুজো হবে সেখানে গঙ্গাজল ছিটিয়ে নিন। নিজের মাথাতেও গঙ্গাজল দিন।
- লক্ষ্মীপুজো শুরুকরা আগে নারায়ণ কে স্মরণ করে নিন। মা লক্ষ্মীর আসনের চারপাশে আলপনা এঁকে দিন। এছাড়া বাড়ির সদর দরজার সামনে লক্ষ্মীর পা আঁকুন। পুজোর স্থানে তামার পাত্র রেখে তাতে জল দিয়ে সূর্যদেবকে স্মরণ করুন। এরপর তামার ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে দিন। মাটির উপর ঘট স্থাপন করুন।
- ঘটের মধ্যে গঙ্গাজল দিন। এরপর তাতে আম্রপল্লব দিন। তাতে সিঁদুরের ফোঁটা দিন। তার সঙ্গে সুপারি, হরিতকী, দূর্বা ও ফুল দিন ঘটে।
- ঘট স্থাপন সম্পন্ন হলে লক্ষ্মীদেবীর ধ্যানমন্ত্র জপ করুন। এরপর লক্ষ্মীর পাঁচালি পড়ুন। পাঁচালি পড়া হয়ে গেলে পুজোর ঘর থেকে সকলে বেরিয়ে গিয়ে ঘরের জানলা-দরজা কিছু ক্ষণের জন্য বন্ধ করে রেখে দিন। বিশ্বাস করা হয়, এই সময় লক্ষ্মীদেবী বিরাজ করেন ঘরে।
- এরপর মাকে ফুল-মালা দিন। একে-একে দেবীর সামনে নাড়ু, খই-মুড়কি সহ সমস্ত প্রসাদ অর্পণ করুন। এরপর দেবীকে ধুপধুনো দিয়ে আরতি করুন। পুষ্পাঞ্জলি দিন। মাথায় রাখবেন পুষ্পাঞ্জলি দেওয়ার আগে হাত গঙ্গাজলে ধুতে হবে। আর এই পুজোয় তুলসি পাতার ব্যবহার করবেন না।